ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বেনাপোলে থ্রি-পিস বোঝাই প্রাইভেটকারসহ গ্রেফতার ২ 

প্রকাশিত : ১৬:৩৪, ১৩ মে ২০১৯

ভারত থেকে পাচার করে আনার সময় বেনাপোল সীমান্ত থেকে ১৯৫ পিস থ্রি-পিসসহ দুই চোরাচালানীকে প্রাইভেটকারসহ গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রোববার দুপুরে বেনাপোল সীমান্তের  বড়আঁচড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ঢাকা নবাবগঞ্জ সুজাপুর এলাকার আক্তার হোসেনের ছেলে শাওন (৩৬) ও বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের  সলেমানের ছেলে হামিদ (৩১)। তাদের থানায় এনে জেরা করার পর আসামীরা এ চোরাচালানীর সাথে জড়িত আরও সাতজনের নাম স্বীকার করে। পরে পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাতজনকে পলাতক আসামী করেছেন।

পলাতক আসামীরা হলো, বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শিমুল (৩৬),গাতিপাড়া গ্রামের রেজাউল করিম (৪৮),একই গ্রামের আলিমুল (৩৮), শাহাজান (৪২), মিন্নু (৪৩), আব্দুল (৪৫) ও সালাম মাষ্টার (৪০)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান থ্রি-পিসের একটি চালান এনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বড়আঁচড়া শামু ফকিরের আস্তানার উত্তর পাশে পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকারে ভর্তি করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ১৯৫ পিস থ্রি-পিস ও একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্টো গ-১১-৯২২) শাওন ও হামিদকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। আর পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান ওসি।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি